সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ৬ এপ্রিল ২০২০ : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে অনেক কষ্টে দিন পার করে যাচ্ছেন নরসিংদীর পলাশ শিল্প এলাকার ঘোড়াশাল বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে ঘোড়াশাল পৌর মেয়র। আজ সোমবার দুপুরে বাংলাদেশ জুটমিল কলোনী মাঠে ৩০০ শ্রমিকদের মাঝে চাউল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, বাংলাদেশ জুটমিলের প্রকল্প প্রধান প্রকৌশলী মতিউর রহমান মন্ডল।
পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক বলেন, করোনাভাইরাস প্রতিরোধে ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তারা যেন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয় এবং সরকারের দেয়া নিয়ম মেনে চলে এজন্য তাদের অনুরোধ জানানো হয়।