1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

আমার সঙ্গে কোনও কিছু আলোচনা হয় না: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ১৪৭ পাঠক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার-৬ এপ্রিল ২০২০: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আক্ষেপ প্রকাশ করে বলেছেন, ‘করোনা মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমাকে জাতীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে। স্বাস্থ্যগত বিষয় ছাড়া আমার সঙ্গে কোনও কিছু আলোচনা হয় না। তাই আমি সাংবাদিকদের জবাব দিতে পারি না।’

সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর বিসিপিএস ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় একটি জাতীয় কমিটির গঠন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমাকে জাতীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে। কিন্তু কখন কারখানা খুলবে, মসজিদ খোলা থাকবে কিনা, রাস্তা কখন খুলে দেয়া হবে, কখন বন্ধ করা হবে- এসব বিষয়ে জাতীয় কমিটির সঙ্গে আলোচনা হয় না। স্বাস্থ্য বিষয় ছাড়া আমার সঙ্গে কোনও কিছু আলোচনা হয় না। সাংবাদিকদের আমি প্রশ্নের সম্মুখীন হচ্ছি, কিন্তু তাদেরকে আমি সদুত্তর দিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘শুধু দেশের সাংবাদিকরাই নয়, বিদেশ থেকে অনেক সাংবাদিক ফোনে ইন্টারভিউ নেয়। উত্তর দিতে না পারলে অনেকে দোষও দেয়।’

‘যারা সিদ্ধান্ত নেন তারা যদি আমাদের সঙ্গে কথা না বলেন, তবুও যাতে সিদ্ধান্তগুলো নেয়ার আগে অন্তত পরামর্শ করেন’- যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

পোশাক কারখানা খোলা রাখা প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘বিজিএমইএ, বিকেএমইএ বিষয়গুলো দেখবে। আমরা যদি ইচ্ছে করে সংক্রমণ বাড়াই, সেটা তো বলতে হবে। আগামীতে যাতে এমনটা না হয় সেটা খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘মানিকগঞ্জে একটি মাদরাসায় একসঙ্গে ২৮ জন ওঠাবসা করেছিল। তাদের কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব জায়গায় এভাবে ছড়িয়ে পড়লে হাসপাতালে জায়গা দিতে পারবো না। এটা তো রোগ সেটা বুঝতে হবে। রোগ কাউকে ছাড়বে না।’

স্বাস্থ্যমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় (৫ এপ্রিল সকাল ৮টা থেকে ৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) করোনা ভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ২৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে। মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৩ জন।

এদিকে সোমবার দুপুরে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিয়মিত ব্রিফিংয়ে বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণের সংখ্যা ৩৫, তার মানে সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১২৩। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩টি, সর্বমোট ১২। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে কেউ সুস্থ হয়নি। তার মানে সর্বমোট রিকোভারির সংখ্যা ৩৩।’



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD