সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক-
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০: করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন হয়ে পড়া ৫০০০ দরিদ্র পরিবারের মাঝে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার (৭ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের পাইকসার কান্দাপাড়া, পাইকসা দক্ষিণ পাড়া, ও ৯নং ওয়ার্ডের ভাগদী ও করতেতৈল গ্রামের দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি, পৌরসভার ইঞ্জিনিয়ার আনোয়ার সাদাৎ, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম রুমেল, মহিলা কাউন্সিলর সুরাইয়া মফিজ, বিল্লাল হোসেন, কামরুল ইসলাম, ত্রাণ বিতরণ টিমের অন্যতম সদস্য মনসুর হোসেন।
পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় রাখতে সবাইকে ঘরে থাকার আহ্বান করা হয়েছে। এমন পরিস্থিতে অন্যান্য স্থানের মতো ঘোড়াশাল পৌর এলাকায় খেটে-খাওয়া হতদরিদ্র নাগরিকরা কর্মহীন হয়ে পড়েছে। তাই আমরা ঘোড়াশাল পৌর সভার পক্ষ থেকে দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি।
দেশের এই সংকট মুহূর্তে পৌরবাসীকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ঘোড়াশাল পৌরসভা।