নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার-৭ এপ্রিল ২০২০: করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মাসুদা প্লাজার মালিক চৌধুরী মুহাম্মদ হাসানের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাত ১২টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান।
পরিবারিক সূত্রে জানা যায়,৬-৭ দিন ধরেই জ্বর, সর্দিসহ আরও কিছু রোগে ভুগছিলেন হাসান। রোববার তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইতোমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে রিপোর্ট দেওয়া হবে। তবে তিনি করোনা উপসর্গে ভুগছিলেন।
হাসানের বেয়াই মিজানুর রহমান জানান,প্রাথমিকভাবে করোনা উপসর্গ বলে জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, নারায়ণগঞ্জে তার মরদেহ আনার চেষ্টা চলছে।