অনলাইন ডেস্ক|নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার-৭ এপ্রিল ২০২০: সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এমএ জব্বার (৮৫) মারা গেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টায় তিনি মারা যান। দীর্ঘদিন জাতীয় পার্টির এই নেতা নানা জটিল রোগে ভুগছিলেন।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু জানান, শারীরিক নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। সকাল ১০টার দিকে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে জেলা জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।
জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।