লক্ষন বর্মন|নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২০:
দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় চলছে অঘোষিত লকডাউন। যার ফলে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবার কর্মহীন হয়ে পড়েছে। ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার অসহায় পরিবারের দ্বায়িত্ব নিয়েছেন পৌর মেয়র। প্রতি রাতে শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন তিনি।
সেই ধারাবাহিকতায় সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত নরসিংদীর সাটিরপাড়া, বৌয়াকুড়, রাঙ্গামাটি, বানিয়াছল, বাসাইল, ভেলানগর, বীরপুর, বেপারীপাড়া, দত্তপাড়াসহ বিভিন্ন এলাকায় অসহায় হতদরিদ্র, রিক্সা চালক, দীন মঞ্জুর, ভবঘুরে, খেটে খাওয়া ও কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র।
প্রতি পরিবার পাচ্ছে, ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার ভোজ্য তেল, লবন এবং সাবান।
সেই সাথে মধ্যবিত্তদের জন্য চালু করা হয়েছে ২ টি হটলাইন নাম্বার। যেখানে ফোন করলে পরিচয় গোপন রেখে মধ্যবিত্ত পরিবারের মাঝে হোম ডেলিভারীর মাধ্যমে খাবার পৌঁছে দেয়া হবে।
এছাড়াও নরসিংদী শহরের সকল ইমাম-মোয়াজ্জেম এবং সকল মন্দিরের পুরোহিত ও সেবকদের পরিবারের খাবারের দ্বায়িত্ব নিয়েছেন তিনি।
পৌর মেয়রের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নরসিংদীবাসী।