নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বুধবার-৮ এপ্রিল ২০২০: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার প্রথম করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা।
আক্রান্ত নারী বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের বাসিন্দা। তিনি এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জের বন্দরে তার এক আত্মীয়ের বাসা থেকে আড়াইহাজার ফেরেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা জানান, করোনার উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। পরে ৮ এপ্রিল ফলাফলে তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।