মোঃ আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার-৭ এপ্রিল ২০২০: নরসিংদীর রায়পুরায় কারোনা কালে মানুষের সহায়তার জন্য পৌর এলাকার বাজারে (ওএমএস) ১০ টাকা ধরে চাল বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) চাল বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শফিকুল ইসলাম। ওই সময় উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. বুলবুল আহমেদ।
জানা গেছে,খাদ্য অধিদপ্তর পরিচালিত (ওএমএস) ১০ টাকা কেজির চাল নির্ধারিত ডিলারের কাছ থেকে একজন ব্যক্তি সাপ্তাহে একবার সর্বোচ্চ পাঁচ কেজি কিনতে পারবেন। প্রতি রবি,মঙ্গল ও বৃহস্পতি এই তিনদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চাল কেনা যাবে। চাল কিনতে সাথে আনতে হবে জাতীয় পরিচয়পত্র।
এব্যাপারে নির্বাহী কর্মকর্তা মো.শফিকুল ইসলাম বলেন,করোনার কারণে অনেকই কর্মহীন হয়ে পড়েছেন। তাই করোনায় নিম্ম আয়ের মানুষের খাদ্য সংকট দূর করতে সরকারের বিশেষ ওএমএসের ১০ টাকা কেজি চাল বিক্রি কার্যক্রম চালু করা হয়েছে।