খন্দকার শাহিন | নরসিংদী প্রতিদিন-
বুধবার-৮ এপ্রিল ২০২০: করোনা আতঙ্কে বাংলাদেশে অঘোষিত ভাবে চলছে ‘লকডাউন’। বন্ধ রাখা হয়েছে মিল কারখানা। আর ভূতরে পরিবেশ বিরাজ করছে নরসিংদীর বাবুর হাট বাজার। এদিকে টেক্সটাইল মিল বন্ধ হওয়ায় অনেকের সাহায্যের উপর ভরসা করে দুঃখ-কষ্টে জীবন যাপন করতে হচ্ছে। এই সংকটময় সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করে শ্রমিকদের পাশে দাড়িঁয়েছেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এনসিসিআই)। বুধবার (৮ এপ্রিল) চেম্বারের আয়োজনে নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী নরসিংদী ও মাধবদী পৌর শহর সহ বিভিন্ন এলাকার ২ হাজার শ্রমিকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির (সিআইপি)’র সঞ্চালনায় এতে অংশনেন জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরীণ করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি নরসিংদীর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার),(পিপিএম),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ, রমণী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন ভূইয়া লিটন (সিআইপি), মাধবদী মার্চেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান সহ নরসিংদী চেম্বারের পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ।