মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন –
মঙ্গলবার-৭ এপ্রিল ২০২০: আত্মমানবতার সেবায় মহামারি আকার ধারন করা করোনাভাইরাস এর ভয় উপেক্ষা করে লকডাউনে নিজগৃহে থাকা নিন্ম আয়ের অসহায় দরিদ্র মানুষদের দাড়ে দাড়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে সামাজিক সংগঠন Good Life (Human service)। মঙ্গলবার(৭ এপ্রিল) বিকেলে Good Life(Human service) এর প্রতিষ্ঠাতা মোঃ তুশার রাব্বি এর নেতৃত্বে নরসিংদী শহরের সাটিরপাড়া ও ইউএমসি জুট মিলের আশেপাশের এলাকায় বাড়িতে গিয়ে ঘরের সামনে খাদ্য সামগ্রী রেখে আসা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠন এর সদস্য আকাশ দেবনাথ,মোঃ মনিরুল ইসলাম,মোঃ সাজিদ,মেঘলা প্রমুখ ।
Good Life (Human service) এর প্রতিষ্ঠাতা মোঃ তুশার রাব্বি বলেন,আমরা দিনমজুর নিম্ন আয়ের অসহায় মানুষের বাড়িতে গিয়ে চাল,ডাল,আলু,পিয়াজ,আটা,তেল,সাবান ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেছি । যতদিন বেঁচে থাকবো এইভাবেই অসহায় মানুষের পাশে দাড়াবো এবং বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত থাকবো। সবাই আমার সংগঠনের সবার জন্য দোয়া করবেন যেন আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি।