নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার-৯ এপ্রিল ২০২০: মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দুর্গম চরাঞ্চলের অবহেলিত হতদরিদ্র জনগোষ্ঠী ও কর্মহীন অসহায় মানুষের মাঝে সামাজিক সংগঠন “চরদিঘলদী ইউনিয়ন মানব কল্যাণ সংস্থা’র উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৭ই এপ্রিল ২০২০ ইং) নরসিংদীর মাধবদী থানাধীন দুর্গম চরদিঘলদী ইউনিয়নের ১৮০ টি পরিবারের মাঝে সংগঠনটির পক্ষ থেকে চাল,ডাল,আলু, পেঁয়াজ,তেল এবং সাবানসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ চিকিৎসক ডাঃ আব্দুল মান্নান,সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ জামাল সিকদার, উপদেষ্টা রহমত উল্লাহ,উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মাসুদ, উপদেষ্টা মাইনুদ্দিন মোল্লা,কোষাধ্যক্ষ ডাঃ আব্দুল্লাহ আল-মামুন, ত্রাণবিষয়ক সম্পাদক মাওলানা আবু হানিফ ,প্রচার সম্পাদক ফরহাদ রাসেল,কাজী হালিম,নজরুল ইসলাম, ইমরান হোসাইন প্রমুখ।
প্রসঙ্গত,বিভিন্ন দেশে অবস্থানরত চরদিঘলদী ইউনিয়নের প্রবাসী এবং স্থানীয় কতিপয় দানশীল ব্যক্তির সমন্বয়ে গঠিত এই চরদিঘলদী ইউনিয়ন মানব কল্যাণ সংস্থা সংগঠনটির মাধ্যমে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দূর্যোগ ও বিশেষ পরিস্থিতিতে অসহায় মানুষদেরকে বিভিন্ন রকমের সহায়তা প্রদান করা হয়ে আসছে।