ব্রাহ্মণবাড়িয়া | নরসিংদী প্রতিদিন- বৃহস্পতিবার ০৯ এপ্রিল ২০২০:
ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলার রাণীখার গ্রামে করোনার উপসর্গ নিয়ে শিপন বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। তার বয়স ৫০ বছর। সম্প্রতি সে নারায়ণগঞ্জ থেকে অসুস্থতা নিয়ে নিজ বাড়ি রাণীখার গ্রামে অবস্থান করছিল।
সে ওই গ্রামের হামদু মিয়ার স্ত্রী। প্রতিবেশীরা জানায়, গত ১ এপ্রিল শিপন বেগম অসুস্থতা নিয়ে রাণীখার গ্রামে চলে আসে। ৭/৮ দিন ধরে শরীরে প্রচন্ড জ¦র, সর্দি ও কাশি ছিল। সামাজিক হেনস্তার আশংকায় সে কাউকে কিছু বলেনি। ভোরে বাড়িরেতই সে মৃত্যুবরণ করে।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানান, তার সংস্পর্শে আসা ব্যক্তিদের সনাক্ত করে কোয়ারেন্টাইনের আওতায় আনা হবে।
সিভিল সার্জন ডাক্তার মোঃ একরামউল্লাহ জানান, মৃতের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হচ্ছে।