বাকি বিল্লাহ | নরসিংদী প্রতিদিন –
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০ : করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছানো অব্যাহত রেখেছে মনোহরদী সাংবাদিক ফোরাম। আজ বৃহস্পতিবার সকালে মনোহরদী সাংবাদিক ফোরাম কার্যালয়ে দ্বিতীয় বারের মতো প্রায় ১০০ দরিদ্রদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য সাংবাদিকদের হাতে এসব খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চার কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ।
এসময় উপস্থিত ছিলেন মনোহরদী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোসাদ্দেকুর রহমান খান, বর্তমান সভাপতি মো. আসাদুজ্জামান নূর, সাবেক সভাপতি মো. হারুন-অর-রশিদ, সহ সভাপতি জে.এম শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক মো. খাদেমুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান, দপ্তর সম্পাদক মো. রেজাউর রহমান, সাংবাদিক মো. আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, শরিফুল ইসলাম শামীম প্রমুখ।