মোঃ নাহিদ প্রধান | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার-৯ এপ্রিল ২০২০: করোনাভাইরাস সংক্রমণ রোধে নরসিংদী জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে এ আদেশ কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ আদেশ জারি করা হয় । নির্দেশনা অনুযায়ী জানা গেছে,নরসিংদী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হবে। ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক ছাড়া জেলা,উপজেলার অন্য সব রাস্তা ও সীমানা দিয়ে ভিন্ন জেলায় যাতায়াতে প্রবেশ ও প্রস্থানের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ সময় দিন-রাতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান,গণজমায়েত,গণপরিবহন জনসাধারণের চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি সেবা,খাদ্যসামগ্রী সরবরাহ ও চিকিৎসা এর আওতাবহির্ভুত থাকবে। এ আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।