মনের ঘরে রোজ নিশিতে
দিচ্ছো তুমি টোকা,
কৃষ্ণের মতো করবে গো লুট
ভাবছো আমি বোকা !
মায়ার রাধে কলসি কাখে
জল আনিতে যায়,
গহীন জলেই কৃষ্ণ ডুবে
ছোঁয়ার অভিপ্রায় !
রাধে ভেবে হাজারো বাঁশি
উদাস বাজে হায় !
আমি ভাসি একলা জলে
ময়ূরকন্ঠী নায়।
আমি তো নই লক্ষ্মী রাধে
তুমিও নও কৃষ্ণ গো;সাঁই।
আমরা দু’জন কেমনে ভবে
আগুন প্রেমে হাত বাড়াই ?