সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন -
শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ : করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন ২৫০টি দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী পৌছে দিলেন নরসিংদীর পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল মান্নান স্মৃতি সংসদের আহ্বায়ক ফরহাদ হোসেন। বুধবার (৮ এপ্রিল) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আটিয়া, কান্দাপাড়া, ঘাগড়াসহ আরো কয়েকটি এলাকায় গোপনে এ খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। এসময় দরিদ্র পরিবারের প্রতিটি ঘরের দরজার সামনে চাউল, ডাল, তেল, পেঁয়াজ, আলুসহ নিত্যেপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর একটি ব্যাগ রেখে আসা হয়। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলেন, প্রথমে কিছু খাদ্য সামগ্রী বিতরণকালে দরিদ্র পরিবার ক্যামেরায় সামনে আসতে অসহায় বোধ করেন। তারপর এ পরিস্থিতি দেখে নিজের বিবেক বাঁধা দেয়। তাই সিদ্ধান্ত নিলাম তাদের অজান্তেই খাদ্য সামগ্রী পৌছে দিবো। তারই প্রেক্ষিতে দরিদ্র পরিবারের তালিকা করে গোপনে তাদের ঘরের দরজার সামনে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। দেশের সংকট মুহূর্তে তাদের পাশে আছি এবং থাকবো।
দরিদ্র পরিবারের এক সদস্য জানান, গোপনে আমাদের ঘরের দরজার সামনে ত্রাণ পৌছে দিয়েছেন তিনি। লাইনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে খাদ্য সামগ্রী গ্রহণ করা হয়তো আপাতত হলোনা। এই ভেবে অনেক ভালো লেগেছে।