নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার ০৯ এপ্রিল ২০২০:
যেসব পরিবার কারো কাছে কিছু চাইতে না পেরে করোনা প্রাদুর্ভাবে খাবার কষ্টে রয়েছে, তাদের কাছে খাদ্য পৌঁছে দিচ্ছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন নিজে এ খাদ্য সামগ্রী গ্রহণকারীদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়েছেন।
রিপন বলেন, করোনা প্রার্দুভাবে অনেকে সরকার বা অন্যান্য সংস্থার সহায়তা নিতে পারছেন না অথচ খাবার কষ্টে আছেন, আমরা আমাদের সংগঠন থেকে সাধ্যমত চেষ্টা করছি। তবে সত্যি বলতে আমরা যা দিচ্ছি প্রয়োজনের তুলনায় তা কিছুই না। তারপরও চেষ্টা করছি যতটা সম্ভব। আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে এই শ্রেণির মানুষদের খুঁজে বের করে তাদেরকে খাবার সামগ্রী সরবরাহের চেষ্টা করছি।
তিনি বলেন, অমি মনে করি এই মুহূর্তে যারা খাদ্য সামগ্রী বিতরণ করছেন দয়া করে তারা কেউ যাদের হাতে খাদ্য তুলে দিচ্ছেন তাদের ছবি তুলবেন না। করোনা যুদ্ধে জয়ের পর আমরা সবাই না হয় একসাথে হাসিমুখে ছবি তুলবো। সকলের প্রতি আমার এই আহ্বান।
খাদ্য সামগ্রী সরবরাহকালে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. অলিউল্লাহ অলি, যুগ্ন সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম মোহাম্মদ জুয়েল মিয়া প্রমুখ।