নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার,১০ এপ্রিল ২০২০:
করোনা রোগীর সংস্পর্শে আসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি ইউনিট-৫ এর ৯ জন ডাক্তার, ৬ জন সিনিয়র স্টাফ নার্স ও ১ জন ওয়ার্ডবয় হোম কোয়ারেন্টাইনে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ড. শওকত ওসমান।
ওই পোস্টে তিনি লেখেন, ঢাকা মেডিকেল হাসপাতালের সার্জারি ইউনিট-৫ এর সি.এ. হিসেবে আমি এবং নিম্নের আমার সিনিয়র ও জুনিয়র সকল চিকিৎসক সবার দোয়াপ্রার্থী… আমরা করোনা পজিটিভ রোগীর সরাসরি সংস্পর্শে আসায় হোম-কোয়ারান্টাইন হচ্ছি… সবাই ভাল থাকুন এই কামনায়…।
ওই পোস্টের সঙ্গে তিনি কাগজে লেখা দুটি ফাইলের ছবি আপলোড করেন। তাতে ওই ৯ জন ডাক্তার, ৬ জন সিনিয়র স্টাফ নার্স এবং ১ জন ওয়ার্ডবয়ের নাম উল্লেখ করা হয়েছে। যারা সবাই সরাসরি করোনা রোগীর সংস্পর্শে এসেছিলেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে এ প্রসেঙ্গ ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, ‘রেগুলার কাজের অংশ হিসেবে ডাক্তাররা কোয়ারেন্টাইনে যান। যেতে পারে কয়েকজন। বিস্তারিত কিছু জানতে হলে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করতে হবে।’