সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শুক্রবার, ১০ এপ্রিল ২০২০ : নরসিংদী জেলার প্রথম করোনা রোগী শনাক্ত হয় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে।
সোমবার (৬ এপ্রিল) রাতে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এবং নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করেছিলেন।
পরে ঐ রোগীকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের আইসোলেশনে রাখা হয়। তার পরিবারের ৯ সদস্যকে বাড়িতে হোম কোয়ারান্টাইনে রাখা হয়।
তাদের নমূনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। পাশাপাশি পলাশের ১জন বৃদ্ধের করোনা সন্দেহে নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এ নিয়ে ১০ জনের নমূনা সংগ্রহ করা হয়েছিল।
এ বিষয়ে আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, ১০ জনের করোনা সন্দেহে নমূনা সংগ্রহের রিপোর্ট নেগেটিভ আসছে। তাদের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি। যে একজন করোনা রোগী আছে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।