নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ১০ এপ্রিল ২০২০:
নরসিংদীর মনোহরদীতে করোনা ভাইরাসের কারণে লক ডাউনে ঘরবন্দি সংবাদপত্রের হকারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে মনোহরদী রির্পোটাস ক্লাবের উদ্যোগে ভূইয়া ডায়াগনস্টিক সেন্টারের সহায়তায় উপজেলার সকল হকারদের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হওয়াসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, ভূইয়া ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক ভূইয়া, পরিচালক ডা. ওয়াহিদুল হাসান ভূইয়া সজিব, দেশ রুপান্তরের নরসিংদী প্রতিনিধি সুমন বর্মণ, মনোহরদী রির্পোটাস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিপন প্রমুখ।
এ সময় আয়োজকরা জানায়, সংবাদপত্র পাঠকদের হাতে পৌছে দেয়ার গুরুদায়িত্ব পালন করে হকাররা। কিন্তু করোনা ভাইরাসের কারণে হকাররা মানবিক দিন যাপন করছে। তাদের কথা বিবেচনা করেই রিপোর্টাস ক্লাবের এই উদ্যোগ।