মানিকগঞ্জ | নরসিংদী প্রতিদিন-
শনিবার-১১ এপ্রিল ২০২০: মানিকগঞ্জে এক পুলিশ সদস্য ও হরিরাসপুর উপজেলায় যুবলীগের এক নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন কর্ণারে রাখা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ।
আক্রান্ত পুলিশ সদস্য গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় কর্মরত ছিলেন, গত ৬ এপ্রিল জ্বর নিয়ে তিনি ছুটিতে বাড়ি আসেন।
হরিরামপুর উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মালেক খান।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ বলেন, আক্রান্ত ওই পুলিশ সদস্যের বাড়ি উপজেলার উথুলী এলাকায় হওয়ায় ওই এলাকার ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ৮টি গ্রাম লকডাউন করে দেওয়া হয়েছে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বলেন, হারুকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডটি লকডাউন করে দেওয়া হয়েছে।