1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

আখাউড়া ও নাসিরনগরের মৃতরা করোনায় আক্রান্ত ছিলেন

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ২০৩ পাঠক

ব্রাহ্মনবাড়িয়া | নরসিংদী প্রতিদিন-
রবিবার ১২ এপ্রিল ২০২০:
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় মারা যাওয়া ৪০ বছর বয়সী ওই নারী এবং নাসিরনগর উপজেলায় মারা যাওয়া ৩৫ বছর বয়সী ওই প্রবাসী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। গত ৯ এপ্রিল ভোররাতে নারায়ণগঞ্জ থেকে আখাউড়ায় আসা ওই নারী এবং গত ৭ এপ্রিল রাতে নাসিরনগরে মালয়েশিয়া প্রবাসী ওই যুবক মারা যান।

রবিবার (১২ এপ্রিল) সকালে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা এবং নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, ২ এপ্রিল ওই নারী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা থেকে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার গ্রামের স্বামীর বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকেই তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। তবে পরিবারের লোকজন বিষয়টি গোপন রাখেন। গত ৯ এপ্রিল ভোররাতে ওই নারী মারা গেলে বিষয়টি জানাজানি হয়।
খবর পেয়ে সংশ্লিষ্টরা ওই নারীসহ পরিবারের লোকজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। এরপর থেকে ওই বাড়িসহ আশপাশের এলাকা লকডাউন করা হয়।

এদিকে স্থানীয় লোকজন ওই নারী মারা যাওয়ার পর থেকেই ওই বাড়িসহ আশেপাশে এলাকায় লোক চলাচলে কঠোরতা অবলম্বন করেন। তারা বাঁশ দিয়ে এসব বাড়িতে যাওয়ার পথ আটকে দেন।

রবিবার (১২ এপ্রিল) আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন, নারায়নগঞ্জ থেকে আসা ওই নারী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এলাকাটিতে লোক চলাচলে আরো কঠোরতা অবলম্বনের ব্যবস্থা নিতে তাঁরা সেখানে যাচ্ছেন।

অপরদিকে গত ৭ এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে নাসিরনগর উপজেলার জেঠাগ্রামে মারা যাওয়া আনুমানিক ৩৫ বছর বয়সী ওই প্রবাসীও করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়। তিনি জানান, ওই প্রবাসীর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

স্থানীয়রা জানান, গত ১৮ মার্চ নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের ৩৫ বছর বয়সী ওই মালয়েশিয়া প্রবাসী দেশে ফিরেন। এর পর তিনি সরকারি নির্দেশনা মেনে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে ছিলেন। হোম কোয়ারেন্টিনে থাকাকালে তার শারীরিক কোনো সমস্যা হয়নি।

গত ৪ এপ্রিল তিনি কিছুটা অসুস্থ্যতাবোধ করলে তার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার টাইফয়েড ধরা পড়ে, তবে করোনা ভাইরাসের কোনো উপসর্গ ছিলনা।

গত ৭ এপ্রিল রাতে উপজেলার জেঠাগ্রামের শ্বশুর বাড়িতে তার শ্বাস কষ্ট দেখা দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই প্রবাসীর নিজ বাড়ি ও তার শ্বশুরবাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় বলেন, রবিবার দুপুরে ওই প্রবাসীর পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD