নিজস্ব প্রতিবেদক |নরসিংদী প্রতিদিন-
সোমবার ১৩ এপ্রিল ২০২০:
গভীর রাত্রে নরসিংদী জেলা পুলিশের কুইক রেসপন্স টিমের হট লাইন নাম্বারে ফোন বেজে উঠলে ফোন রিসিভ করলে একজন বয়স্ক লোক জানান যে তার ছেলে গুরুতর অসুস্থ তাকে হাসপাতালে নেয়া বিশেষ প্রয়োজন। রবিবার (১২ এপ্রিল) এমন সংবাদের প্রেক্ষিতে কুইক রেসপন্স টিমের হট লাইন নাম্বার হতে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সৈয়দুজ্জামানকে জানালে তিনি দ্রুততম সময়ের মধ্যে গাড়ীর ব্যবস্থা করে অসুস্থ ব্যক্তিকে তার বাড়ী হতে নরসিংদী সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেন।
জানা যায়, অসুস্থ ব্যক্তি পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার শেখ আকসাদুর রহমানের ছেলে মোঃ আশরাফুল রহমান।
শেখ আকসাদুর রহমান জানান, আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর হওয়ায় হাসপাতালে নেওয়া বিশেষ প্রয়োজন এমন সময় কারও সহযোগিতা না পেয়ে সরাসরি নরসিংদী জেলা পুলিশের কুইক রেসপন্স টিমের হট লাইন নাম্বারে ফোন দেই পরবর্তীতে পুলিশ গাড়ীর ব্যবস্থা করে আমার ছেলেকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে দেয়।