সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
সোমবার, ১৩ এপ্রিল ২০২০ : করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজার ও সাদ্দাম বাজার খোলামেলা মাঠে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল থেকে ঘোড়াশাল বাজার ঈদগাহ মাঠে ও সাদ্দাম বাজার পৌর ঈদগাহ মাঠে বসবে।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে ঘোড়াশাল পৌরসভা কার্যালয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ নাসির উদ্দিন, ঘোড়াশাল ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ জহিরুল আলম, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, সাধারণ সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা, ঘোড়াশাল বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম রুমেল, ঘোড়াশাল পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এসময় উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ওসি শেখ মোঃ নাসির উদ্দিন জানান, লকডাউন চললেও মানুষের নিত্যপ্রয়োজনীয় কাঁচা বাজার সীমিত সময়ের জন্য খোলা রাখা হয়েছে। কিন্তু বাজারগুলোতে পর্যাপ্ত জায়গা না থাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাই আমরা আজ সিদ্ধান্ত নিলাম খোলা মেলা মাঠে এ বাজার বসবে।