দূরের রাস্তাটা একা একা মসজিদের দরজায় বাঁক নেয়।
আযানের ধ্বনি মধুর সুরেলা,
ডাকে হাইয়্যা আলাসছলা,
ডাকে হাইয়্যা আলাল ফালা।
কিন্তু হায়! দ্বারে ঝুলছে তালা,
উম্মুক্ত জামায়াতে আজ বাঁধা!
তবুও তুমি শুদ্ধ সুস্থ হও ধরা,
গৃহ মসজিদে সালাত রোজা,
করো রবের, করো স্রষ্টার সেবা।
করো অন্বেষণ, চাহি তাঁর দয়া।
ফিরো মানব কুল তাঁর পানে,
শান্তি মাগি শান্তির পথে।
এসো জান্নাতের ছায়া খুঁজে,
চলে যাই সেই সরল পথে।
আজি হ্রাস হোক পাপ-গুনাহ,
স্পন্ধনে স্পন্ধনে করো তওবাহ।
খোদার স্তুতি জপে পাবে মহিমাহ,
জপো মনো আস্তাগফিরুল্লাহ,
জপো প্রাণ দিলে রাসূলাল্লাহ্ (সা.)।