নিজস্ব প্রতিবেদক |নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২০:
করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) নরসিংদী সদরসহ জেলার বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশের সূত্রে জানাযায়, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়িসহ পুরো এলাকা লকডাউন এবং আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে।
এসময় অযথা যাতে বাহিরে কেউ ঘোরাঘুরি করতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। কেউ অযথা ঘরের বাহিরে বের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সবাইকে সতর্ক করা হচ্ছে।