সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন-
বুধবার, ১৫ এপ্রিল ২০২০ : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক কালীগঞ্জ প্রতিনিধি মো. শহীদুল্লাহ (৮০) আর নেই। বুধবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় ঢাকার সিএম এইচ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজীউন)।
তাঁর মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. শিবলী সাদিক, কালীগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের পরিবারের সমস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।