সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ১৭ এপ্রিল ২০২০ : করোনা ভাইরাস সংক্রমণ রোধে কর্মহীন হয়ে পড়া ৬০০০ দরিদ্র পরিবারের মাঝে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে পৌর এলাকার ১ নং ওয়ার্ডের খানেপুর ঈদগাহ মাঠ মিলগেট, ২নং ওয়ার্ডের ঘোড়াশাল সারকারখানা ও পলাশ থানার সদর রোড মহল্লায় দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম শফি, পৌরসভার ইঞ্জিনিয়ার আনোয়ার সাদাৎ, পৌর কাউন্সিলর কবির হোসেন, আলম খন্দকার প্রমুখ।
পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় রাখতে সবাইকে ঘরে থাকার আহ্বান করা হয়েছে। এমন পরিস্থিতে অন্যান্য স্থানের মতো ঘোড়াশাল পৌর এলাকায় খেটে-খাওয়া হতদরিদ্র নাগরিকরা কর্মহীন হয়ে পড়েছে। তাই আমরা ঘোড়াশাল পৌর সভার পক্ষ থেকে দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। দেশের এই সংকট মুহূর্তে পৌরবাসীকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত ঘোড়াশাল পৌরসভা।