সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন –
শনিবার, ১৮ এপ্রিল ২০২০:
সারাদেশে গত ২৪ ঘন্টায় যে পরিমাণ করোনার রোগী শনাক্ত হলেন তার মধ্যে গাজীপুর জেলায় সবচেয়ে বেশি। তারপরের স্থান নরসিংদী জেলা। এমনটি জানিয়েছেন আইইডিসিআর।জেলার পলাশ উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হন ৪ জন। এদের মধ্যে ১জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। গতকাল শুক্রবার এ উপজেলার যিনি সর্বশেষ আক্রান্ত হলেন তার সংস্পর্শে আসা ৩ জনসহ ৫ জনের নমুনা আজ শনিবার দুপুরে সংগ্রহ করা হয়। তথ্য নিশ্চিত করেন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট দিলীপ কুমার দাস। পাঁচ জনের মধ্যে ঘোড়াশাল দক্ষিণ চরপাড়ার দুইজন, করতেতৈল গ্রামের একজন ও পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন।
এদিকে আজ উপজেলার সর্বশেষ করোনা আক্রান্ত রোগীর লকডাউন করা ঘোড়াশালের ৪টি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার পৌছে দেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ জহিরুল আলম জানান, আক্রান্ত রোগীর বাড়িসহ ৪টি পরিবারকে লকডাউন করা হয়। পাশাপাশি একই মহল্লার আরেকটি পরিবার ও করতেতৈল মহল্লার আরেকজনকে হোম কোয়ারান্টাইন থাকার নির্দেশ দেওয়া হয়েছে।