আব্দুল কাদির | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ১৯ এপ্রিল ২০২০ : নরসিংদীর রায়পুরায় করোনাভাইরাসের কারণে খাদ্য সংকট পড়া দুস্থ অসহায় মানুষের মাঝে সেনাবাহিনী ত্রাণ বিতরণ করেছে। আজ রবিবার উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর গ্রামে প্রথম ত্রাণ বিতরণ শুরু হয়। জানা যায়, সেনাবাহিনী রায়পুরা উপজেলার একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাবে।
এই সময় প্রত্যেক পরিবারকে দেওয়া হয় চাল ১০ কেজি, আটা ২ কেজি, আলু ৫ কেজি, ডাল ২ কেজি, তৈল ১ কেজি, লবণ ১ কেজি, সাবান ২পিছ ও পেঁয়াজ ১ কেজি।
এসময় উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার, সেনাবাহিনীর ক্যাপ্টেন কামরুল, রিদোয়ান ও তৌফিক।