নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ২০ এপ্রিল ২০২০ : মরণঘাতী করোনাভাইরাসে প্রাণ গেল নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পুরানচর এলাকার আমির হোসেন (৪৫) নামের এক ব্যক্তির। মৃত আমির হোসেন এর পিতার নাম হানিফ মিয়া। করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম একজন নরসিংদী জেলায় মৃত্যুবরণ করলেন। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং থেকে নরসিংদীর একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, আমির হোসেন ১৭ এপ্রিল করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করলে তার করোনাভাইরাস ধরা পরে। তার স্বজনরা জানান আজই তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হচ্ছে। তারপর জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হবে। উল্লেখ্য, নরসিংদী জেলায় সর্বশেষ ১৯ এপ্রিল সিভিল সার্জন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী ১৩৪ জন করোনায় আক্রান্ত হয়। এর মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন।