নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-
বুধবার, ২২ এপ্রিল ২০২০: করোনাভাইরাস প্রভাবে কর্মহারা দরিদ্র জনগোষ্ঠীর মাঝে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের পক্ষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের পক্ষ হতে এবং ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বুধবার ( ২২ এপ্রিল) সকাল হতে উপজেলার কয়েকটি ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মনোহরদী উপজেলা পরিষদের পক্ষ হতে এবং পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান বীরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, উপজেলা আওয়ামী যুবলীগ’র সভাপতি ও ভাইস চেয়ারম্যান লায়ন ইঞ্জিঃ এম এস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ সুলতানা রুবী , মনোহরদী পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সামাদ মোল্লা যাদু তাদের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চালান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু’র প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।