শেখ মানিক | নরসিংদী প্রতিদিন-
বুধবার, ২২ এপ্রিল ২০২০: নরসিংদীর শিবপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে উন্নয়ন সহায়তা হিসেবে ধান কর্তন ও মাড়াই কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করা হয়েছে। নরসিংদী ৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন এর সহযোগিতায় শিবপুর উপজেলায় দুটি ধান কাটা ও মাড়াই মেশিন পাওয়া গেছে। ২০১৯ — ২০২০ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় ভর্তুকি মূল্যে পাওয়া শিবপুরে পাকা ধান কাটা ও মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে। ২৯ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের একটি মেশিন ২২ এপ্রিল বুধবার সকালে শিবপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলার সৈয়দ নগর গ্রামের অারিফ ভুইয়ার নিকট ধান কাটা ও মাড়াই মেশিনের চাবি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, শিবপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, শিবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ প্রমুখ।ধান কাটা ও মাড়াইয়ের কম্বাইন হারভেষ্টার মেশিনের সরকার ১৪ লাখ টাকা ভর্তুকি প্রদান করেন, বাকি টাকা কৃষক অারিফ ভুইয়া দেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীর জানান
এ মেশিন দিয়ে কৃষক ধান কাটা, মাড়াই ও মাড়াই করতে শ্রমিক কম লাগবে এবং অনেক কম খরচে কৃষক তার ধান ঘরে তুলতে পারবে। অন্যান্য উপজেলায় একটি মেশিন পেলেও শিবপুরে মাননীয় এমপি মোহন সাহেবের সহযোগিতায় দুটি মেশিন পাওয়া গেছে। একটি মেশিন অাজ বিতরণ করা হয়েছে। বাকি একটি মেশিন কয়েক দিনের মধ্যে পাওয়া যাবে।