সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন-
বৃহস্পতিবার,২৩ এপ্রিল ২০২০ : প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধে নরসিংদীর পলাশ উপজেলার হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ৫ম ধাপে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২২এপ্রিল) দিনব্যাপী নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে পলাশ উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় এ খাদ্য সামগ্রী বিতরণ করে ঘোড়াশাল পৌরসভা। ৪, ৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ,
ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, পলাশ উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাহাজালাল তালুকদার, ঘোড়াশাল পৌর ভূমি অফিসের সহকারি কর্মকর্তা মোঃ আহসান হাবীব, উপসহকারী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব, আব্দুর রফিক ভূঁইয়া, পৌরসভার ইঞ্জিনিয়ার আনোয়ার সাদাৎ প্রমুখ।
পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে প্রধানমন্ত্রীর এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে পলাশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর মেয়রের মাধ্যমে এ খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। পর্যায়ক্রমে এ খাদ্য সামগ্রী দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ অব্যাহত থাকবে।