সাব্বির হোসেন | নরসিংদী প্রতিদিন-
রবিবার, ২৬ এপ্রিল ২০২০: “কৃষকের পাকা ধান যতদিন থাকবে মাঠে, পৌর যুবলীগ থাকবে কৃষকের পাশে”এই স্লোগানকে সামনে রেখে ঘোড়াশাল পৌরসভা যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লার নেতৃত্বে পাচঁদোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মোল্লা, আলী হোসেন মোল্লাসহ পাঁচদোনা ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে আজ দ্বিতীয় দিন (২৬ এপ্রিল) ভাট পাড়া চাকশাল গ্রামের কৃষক মোঃ জহিরুলের তিন বিঘা পাকা ধান কেটে নিজ খরচে কৃষকের বাড়িতে পৌছি দিয়ে কৃষকের মুখে হাসি ফোটান।
এসময় ঘোড়াশাল পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা বলেন, নরসিংদী- ২ পলাশের স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান ( দিলিপ) এমপির নির্দেশে অসহায় কৃষকের পাশে থেকে মাঠের পাকা ধান কেটে দিচ্ছেন যুবলীগ নেতৃবৃন্দরা। মাঠে কৃষকের ধান যতদিন থাকবে ততদিন যুবলীগ তাদের পাশে থেকে তাদের সহায়তা করে যাবেন বলে জানান, ঘোড়াশাল পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা।