বয়স আমার বেড়ে গেছে
হয়ে গেছি বৃদ্ধ।
ছেলে ও তার বউয়ের কাছে
বোঝা আমি নিত্য
এই ছেলেরাই ছোট বেলা
আবদার ছিল বেশ।
কাপড়, খাদ্য, খেলনাপাতি
চাহিবার নেই শেষ।
বয়স আমার বেড়ে গেছে
হয়ে গেছি বৃদ্ধ।
নানান রকম অজুহাতে
ঝগড়া চলে নিত্য।
সকাল গড়িয়ে দুপুরে যায়
ব্যস্ত ছেলের বউ,
দুমুঠো ভাত চাইতেই তার
ওঠে ঝগড়ার ঢেউ।
বয়স আমার বেড়ে গেছে
হয়ে গেছি বোঝা।
পান থকেে চুন খসলইে
বিচার দিবে সোজা।
তোমার বাবা এ করেছে
সে করেছে.
আরো কত কি ?
জীবনটা আজ বোঝার
মাঝে বেধে ফেলেছি।
# মোয়াজ্জেম বিন আউয়াল | নরসিংদী প্রতিদিন