1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
  6. wp-configuser@config.com : James Rollner : James Rollner
  7. wpapitest@config.com : wpapitest :
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

শিবপুরে শ্রমিক নেতাদের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ২২৬ পাঠক

শেখ মানিক | নরসিংদী প্রতিদিন-
শনিবার, ২৬ এপ্রিল ২০২০ : নরসিংদীর শিবপুরে খাদ্য সামগ্রীর দাবীতে ও অর্থ আত্মসাতের অভিযোগে শ্রমিক নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। রবিবার (২৬ এপ্রিল) সকালে শিবপুর বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ আন্দোলন করে শ্রমিকরা।
জানাযায় করোনায় কর্মহীন হয়ে পড়া শিবপুরে পরিবহন শ্রমিকদেরকে নগদ ৮৪০০ টাকা অনুদান দেয়ার কথা বলে নেতৃবৃন্দ তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের এবং শ্রমিক পরিচিতি কার্ডের ফটোকপি জমা নেয় নেতারা। এরই প্রেক্ষিতে আজ (রবিবার) সকালে শিবপুর বাসস্ট্যান্ডে অনুদান নিতে শ্রমিকদেরকে আসার জন্য বলা হয়। ফলে সময়মত শ্রমিকরা বাসস্ট্যান্ডে উপস্থিত হয়েছে। কিন্তু দেখা যায় তাদেরকে ঘোষনাকৃত নগদ অনুদান না দিয়ে সরকার ঘোষিত ১০ টাকা কেজি চাল নিতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে শ্রমিকরা। তারা ১০টাকা কেজে চাল না নিয়ে শ্রমিক নেতাদের বিরুদ্ধে নানা শ্লোগান ও বিক্ষোভ শুরু করে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ও ঘটে। এসময় শফিকুল ইসলাম, মহিউদ্দিন, বিল্লাল প্রধানসহ একাধিক শ্রমিক উপস্থিত সাংবাদিকদের জানান, তারা বিগত ৩০ বছর যাবৎ শ্রমিক ফান্ডে মৃতফান্ডসহ কয়েক প্রকারের চাঁদা দিয়ে আসচ্ছেন। তাছাড়া শ্রমিক কল্যাণের নামে বিভিন্ন যানবাহন থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করা হয়ে থাকে। কিন্তু এই টাকা শ্রমিকদের কল্যাণের নামে উত্তোলন করা হলেও শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়না শ্রমিক নেতারাই ভাগ ভাটোয়ারা করে নিয়ে যায়।
এ বিষয়ে শ্রমিক কল্যান কমিটির সাধারণ সম্পাদক সফর আলী ভূঞা জানান, যারা আন্দোলন করছে তারা শ্রমিক না। আমরা কার্ডধারী শ্রমিকদের দূর্ঘটনা ও মৃত্যু ঘটলে সহযোগিতা করে থাকি।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD