সফুর উদ্দিন প্রভাত | নরসিংদী প্রতিদিন- সোমবার, 27 এপ্রিল ২০২০: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম বারের মতো দুই জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভর্তিকৃত করোনা আক্রান্তরা হলেন হলেন, বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামের আবু হানিফের স্ত্রী আনোয়ারা বেগম ও ছেলে মামুন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা সমকালকে বিষয়টি নিশ্চিত করেন।
ডাঃ সায়মা আফরোজ ইভা জানান, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন বিল্ডিংয়ের দোতলায় দশটি বেড করোনা রোগীদের জন্য নির্ধারিত করা হয়েছে। সোমবার দুজনকে ভর্তি করে আইসোলেশনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত আড়াইহাজাররে ১৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।