জাহিদ হাসান সরকার | নরসিংদী প্রতিদিন-
সোমবার, ২৭ এপ্রিল ২০২০ : ইসলামী আন্দোলন বাংলাদেশ চরদিঘলদী ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার বিকাল ৩ টায় ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ২৫০ অসহায় পরিবারেন মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন দলের নেতা কর্মীরা। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠন এর বিভিন্ন নেতা কর্মী ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরদিঘলদী ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক কারী আবুল খায়ের এর পরিচালনায় ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।ইসলামী যুব আন্দোলন মাধবদী থানা শাখার সভাপতি মুফতী সাঈদ আহমেদ সরকার ও ইশা ছাত্র আন্দোলন মাধবদী থানা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হাসান মাশহাদী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরদিঘলদী ইউনিয়ন মুজাহিদ কমিটির সদর মুহাম্মদ হাসান আলী, সেক্রেটারি মুহাম্মদ সেলিম মিয়া, ইসলামী যুব আন্দোলন চরদিঘলদী ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ সেলিম রেজা, সাধারণ সম্পাদক সানাউল্লাহ মিয়া, ইসলামী আন্দোলন চরদিঘলদী ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ মনিরুজ্জামান, শ্রমিক আন্দোলন চরদিঘলদী ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ ইমরান, সেক্রেটারি মুহাম্মদ আবু কালাম, ইশা ছাত্র আন্দোলন চরিদঘলদী ইউনিয়ন শাখার সভাপতি হাফিজুদ্দীন ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম।