মোমেন খান | নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার-২৮ এপ্রিল ২০২০:নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে পাশে অস্থায়ী ভাবে গড়ে উঠা বেদে পল্লীর দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে খাদ্য সামগ্রী বিতরণ করেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী।
এসময় শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন ও জেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক খোকন সরকার উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী জানান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী নরসিংদী জেলা যুবলীগ ইতিমধ্যে ১২০০ কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম বিতরণ ও জনসচেতনতা মূলক অব্যাহত রয়েছে।