ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন-
বুধবার,২৯ এপ্রিল ২০২০:
ওষুধ কিনতে গিয়ে রাজধানীর ভাটারা থানা এলাকায় ফার্মেসির ভেতরই ছটফট করতে করতে মারা গেলেন এক ব্যক্তি। বুধবার দুপুরে ওই ফার্মেসিতে ঢুকে ওষুধ কেনার সময় হঠাৎ মাটিতে পড়ে ছটফট করতে থাকেন তিনি।
এ সময় ফার্মেসিতে উপস্থিত লোকজন তাকে পানি পান করানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানেই তার মৃত্যু হয়। লাশও পড়ে থাকে কিছু সময় সেখানে।
মারা যাওয়া ওই ব্যক্তি ইউনাইটেড সিকিউরিটি কোম্পানির কর্মচারী আবদুর রশীদ (৪৫) বলে জানিয়েছে পুলিশ।
বাড্ডা জোনের সহকারী কমিশনার এলিন চৌধুরী বলেন, ইউনাইটেড সিকিউরিটি কোম্পানির কর্মচারী রশীদ প্রেসক্রিপশন হাতে ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে মারা যান।
গুলশান বিভাগের উপকমিশনার (এডিসি) আবদুল আহাদ বলেন, ওই ব্যক্তি হার্টের রোগী ছিলেন। সকালে মোহাম্মদপুরে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেখান থেকে নতুনবাজারে ওষুধ কিনতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
এদিকে ফার্মেসিতে আবদুর রশীদের পড়ে থাকা লাশের ছবি মুহূর্তে ফেইসবুকে ছড়িয়ে পড়ে। অনেকেই তার আকস্মিক এই মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন।