আন্তর্জাতিক ডেস্ক | নরসিংদী প্রতিদিন
-বুধবার-৬ মে ২০২০: সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) শারজাহর আল নাহদা অঞ্চলের একটি বহুতল আবাসিক ভবনে মঙ্গলবার (৫ মে) রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খবরে বলা হয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ৪৭তলা বিশিষ্ট আবকো টাওয়ার থেকে সকল বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির সঙ্গে থাকা ব্যাঙলোর রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। পার্শ্ববর্তী মিনা ফায়ার স্টেশন থেকে আল নাহদায় আবকো টাওয়ারের উদ্দেশ্যে রাত আনুমানিক পৌনে দশটার দিকে ফায়ারসার্ভিসের সাহায্য পাঠানো হয়।
এখনো পর্যন্ত হতাহতের কোন খবর না পাওয়া গেলেও উদ্ধারকারীরা জানিয়েছেন তারা খোঁজ চালিয়ে যাচ্ছেন। আশেপাশের আরো পাঁচটি ভবনও সম্পূর্ণ খালি করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস,খালিজটাইমস