1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

নরসিংদীর দূর্গম চরাঞ্চলের কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | শনিবার, ৯ মে, ২০২০
  • ১৭৩ পাঠক

নিজস্ব প্রতিবেদক|নরসিংদী প্রতিদিন-

শনিবার ০৯ মে ২০২০:

নরসিংদীতে দূর্গম চরাঞ্চলের ৫টি ইউনিয়নের কর্মহীন ১হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেবা সোসিওইকোনোমিক প্রগ্রেস ফাউন্ডেশন নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী নরসিংদীর ৫টি দূর্গম চরাঞ্চল চরমধূয়া, বাঁশগাড়ি, নীলক্ষ্যা, মির্জারচর ও আলোকবালিতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ করেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আহসান শিকদার।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, ১ কেজি চাল, আলু ১কেজি, ১লিটার তেল, ১কেজি পেঁয়াজ, ১কেজি চিনি ও ১প্যাকেট সেমাই।

এসময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলেন, মহামারী করোনা ভাইরাসে সারা বিশ্ব এখন আক্রান্ত, বাংলাদেশও আক্রান্ত। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলি বৈদেশিক মুদ্রা ও গার্মেন্টস এর উপর নির্ভরশীল। সারাদেশে লকডাউনের কারণে আমাদের দুইটি খাতই হুমকীর মুখে পড়ে গেছে। লোকজন কর্মহীন হয়ে পড়েছে, অসহায় হয়ে পড়েছে। তাই আমাদের পক্ষ থেকে চরাঞ্চলের ৫টি ইউনিয়নে আজকে ১হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এছাড়া আমরা শুরু থেকেই জনসাধারণের মাঝে মাস্ক, সাবান ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। যার কারণে এখনো পর্যন্ত আমাদের এই চরমধূয়া গ্রামে এখনো কেউ করোনা আক্রান্ত হয়নি।
আমরা এবার প্রথমবারের মতো দিয়েছি। পরবর্তীতে আরো পাওয়া গেলে আমরা আরো দিব। আমাদের কিছু পরিকল্পনা হাতে রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে।

#



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD