নিজস্ব প্রতিবেদক|নরসিংদী প্রতিদিন-
রবিবার ১০ মে ২০২০:
নরসিংদীর আরশিনগর সিএনজি স্ট্যান্ডের ৫০০শত অসচ্ছল সিএনজি চালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ মে) দুপুরে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং আশা (ASA) এর আয়োজনে সিএনজি চালকদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে বলে জানান জেলা প্রশাসক।
আশার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জন্য ১৬০ মেট্রিক টন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সারাদেশে করোনায় ক্ষতিগ্রস্ত দেড় লাখ দরিদ্র পরিবারকে আশা ১২ কোটি টাকার খাদ্য সহায়তা দিচ্ছে। এরই অংশ হিসেবে আজ নরসিংদীতে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। আশা নিজস্ব অর্থায়নে এই খাদ্য সহায়তা দিচ্ছে। পাশাপাশি করোনা সংক্রমনের ঝুঁকি নিরসনে সাধারণ মানুষকে সচেতন করতে আশার পক্ষ থেকে ২০ লাখ লিফলেট বিতরণ করা হচ্ছে।