নিজস্ব প্রতিবেদক|নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ১২ মে ২০২০:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিদের সৎকারে নিয়োজিত সদস্যদের মাঝে খাদ্য ও ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
মঙ্গলবার (১২ মে) সকালে নরসিংদী জিলা স্কুলের মাঠে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্য ও ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তিদের সৎকারের এই মহৎকাজে নিযুক্ত ব্যক্তিদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাদেরকে পূর্ণ উদ্যমে কাজ করে যাওয়ার আহবান জানান।
করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের এরূপ কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে।
এদিকে সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে মাননীয় প্রধানমন্ত্রীর ২০তম নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের সমন্বিত ত্রাণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল, নরসিংদী জেলা শাখার আয়োজনে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।