নিজস্ব প্রতিবেদক|নরসিংদী প্রতিদিন-
মঙ্গলবার ১২ মে ২০২০:
নরসিংদীর রায়পুরায় ১৭ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার ১১ মে রাত সাড়ে ১১ ঘটিকায় সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল নরসিংদীর মোঃ তারিক রহমানের নেতৃত্বে রায়পুরা থানার একটি টিম অভিযান চালিয়ে উপজেলাধীন মেথিকান্দা এলাকা থেকে তালিকাভুক্ত চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, একই উপজেলার খাকচক গ্রামের আমির হোসেন (৪২), শ্রীরামপুর গ্রামের নূর মোহাম্মদ (২২), নজরপুর গ্রামের মো: কাশেম মিয়া (৩০) ও বাবু মিয়া (২৩)।
সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল নরসিংদী’র মোঃ তারিক রহমান জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।