নিজস্ব প্রতিবেদক|নরসিংদী প্রতিদিন-
শুক্রবার ১৫ মে ২০২০:
নরসিংদীতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে শিবপুর কামরাব এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সাব্বির ভূইয়া (২২)কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। সে কামরাব এলাকার মিন্টু ভূইয়ার ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য – ৩৩,০০০ টাকা।
জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়া সমন্বয়ক পরিদর্শক রূপণ কুমার সরকার জানায়, আসামী ভয়ানক করোনা ভাইরাস মহামারী উপেক্ষা করে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে ইতোপূর্বে ২টা মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।