নিজস্ব প্রতিবেদক|নরসিংদী প্রতিদিন-
রবিবার ১৭ মে ২০২০:
নরসিংদীতে ৬০ পিস ইয়াবাসহ কাশেম মিয়া (৩৪) নামে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত কাশেম সদর উপজেলার টাউয়াদী গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে। শনিবার (১৭ মে) দিবাগত রাতে টাওয়াদী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে টাওয়াদী এলাকা হতে তাকে গ্রেফতার করে। এসময় তার দখল থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৫টি মাদক মামলা রয়েছে।