1. khandakarshahin@gmail.com : Breaking News : Breaking News
  2. laxman87barman@gmail.com : laxman barman : laxman barman
  3. shahinit.mail@gmail.com : narsingdi : নরসিংদী প্রতিদিন
  4. msprovat@gmail.com : ms provat : ms provat
  5. hsabbirhossain542@gmail.com : সাব্বির হোসেন : সাব্বির হোসেন
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০

বেলাবতে করোনায় পেঁয়াজ ব্যবসায়ীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট | নরসিংদী প্রতিদিন
  • প্রকাশের তারিখ | মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২০৫ পাঠক

আলমগীর পাঠান | নরসিংদী প্রতিদিন
-মঙ্গলবার-৯ জুন ২০২০: নরসিংদীর বেলাবতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ফজলুল হক (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে তার মৃত্যু হয়। ফজলুল উপজেলার চরউজিলাব ইউনিয়নের বারৈচা পূর্ব পাঁড়া গ্রামের বাসিন্দা ও বারৈচা বাজারের পেঁয়াজ ব্যবসায়ী। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় নরসিংদীর পলাশ উপজেলার হালিমা সাদিয়া ফাউন্ডেশনের সদস্যরা ফজলুল হকের জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করেন। 

এসময় চরউজিলাব ইউনিয়নের চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান,স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, কিছুদিন আগে ফজলুল, তার ছেলে মোস্তুফা (২৮) ভাতিজা রাজিবের (৩০) করোনা উপসর্গ দেখা দেলে তারা নমুনা দেন। পরে তাদের নমুনার রেজাল্ট পজিটিভ আসে। সোমবার রাতে ফজলুল হকের মৃত্যু হয়। ফজলুলের বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করা করেছে প্রশাসন।

বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ পর্যন্ত বেলাবতে ২৯৪ জনের নমুনা সংগ্রহ করে ৫২ জনের নমুনা পজিটিভ এসেছে। এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। হোম কোয়ারেন্টাইনে ২৩ জন, হাসপাতালে ভর্তি আছেন একজন ও সুস্থ হয়েছেন ২৬ জন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন বলেন করোনায় মৃত্যু ব্যক্তির বাড়িসহ আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।



সংবাদটি শেয়ার করিুন

এই পাতার আরও সংবাদ:-



বিজ্ঞাপণ দিতে ০১৭১৮৯০২০১০



DMCA.com Protection Status
টিম-নরসিংদী প্রতিদিন এর সার্বিক তত্ত্বাবধানে শাহিন আইটি এর একটি প্রতিষ্ঠান-নরসিংদী প্রতিদিন-
Theme Customized BY WooHostBD