নিজস্ব প্রতিবেদক | নরসিংদী প্রতিদিন-বুধবার-১০ জুন ২০২০: নরসিংদীর শিবপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে দোকানপাট, গণপরিবহন, সিএনজি, অটোরিকশা ও মটরবাইকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
বুধবার ( ১০ জুন) করোনা প্রতিরোধে উপজেলার সদর রোড, কলেজ গেইট ও বাস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন জাহান লিজা।
এসময় গণপরিবহ ও হাটবাজারে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান না করা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও সরকারী নির্দেশ না মানায় “সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল) আইন, ২০১৮” এর আওতায় জরিমানা করা হয়। ২১টি মামলায় মোট ৯ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়।